বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি ও সাবেক কিংবদন্তি ফুটবলার বাদল রায় আর নেই। আজ রবিবার স্কয়ার হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
গত ৫ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক তারকা ফুটবলার বাদল রায়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের এক পাশ অবশ ছিল আগে থেকেই। এর পাশাপাশি নানান উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। এরপর শোনা গেল লিভার ক্যানসারে আক্রান্ত তিনি। এর এক সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমালেন বাদল রায়।
বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।