জাতীয়সরকার

চাকরি ও পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তথ্য জানা যাবে এসএমএসে

পাসপোর্ট ও সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে তা আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ফলে সাধারণ মানুষের হয়রানি কমবে বলে আশা করা যাচ্ছে।

চট্টগ্রাম মহানগরীতে এক মাস হলো এ ব্যবস্থা চালু করা হয়েছে। এবার ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ১ ডিসেম্বর থেকে এই সেবা চালু হচ্ছে।

দীর্ঘদিন ধরে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন নিয়ে হয়রানির অভিযোগ থাকলেও এর তেমন কোনো সমাধান মেলেনি। তবে এবার পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে নতুন এই পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ, সূত্র যুগান্তর।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার জানান, ঢাকা রেঞ্জের ১৩ জেলায় (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর) পাসপোর্টসহ অন্যান্য প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদনকারীরা তদন্ত কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে মুঠোফোনে তা জানতে পারবেন। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাও জেনে যাবেন তার কাছে আসা আবেদনকারীর মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য।

চট্টগ্রাম মহানগরীতে এ ব্যবস্থা চালু হয়েছে এক মাস আগে। ঢাকা রেঞ্জের ১৩ জেলায় আজ চালু হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − ten =

Back to top button