চার রাজ্যে ‘মহাবিপদে’ ট্রাম্প, একমঞ্চে ওবামা-বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের আগমুহূর্তে সর্বশেষ পরিস্থিতি জানতে চূড়ান্ত জনমত জরিপ পরিচালনা করছে খ্যাতনামা বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও গণমাধ্যম। এর অংশ হিসেবে প্রভাবশালী সিএনএনের এক জরিপের ফল বলছে, দেশটির উইসকনসিন, মিশিগান, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে মহাবিপদের মুখে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডেনাল্ড ট্রাম্প।
ডেনাল্ড ট্রাম্প ও জো বাইডেন
এর মধ্যে উইসকনসিন ও মিশিগানে ভালো অবস্থানে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। অন্য দুটি রাজ্য অর্থাৎ অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনায় বাইডেন ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জনমত জরিপ বলছে, অ্যারিজোনাতে ৫০ শতাংশ বাইডেন, ট্রাম্প ৪৬ শতাংশ ভোট পেতে পারেন। উইসকনসিনে ৫২ শতাংশ ভোট পেতে পারেন বাইডেন, ট্রাম্প ৪৪ শতাংশ।
চারটি অঙ্গরাজ্যই রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত, ২০১৬ সালের ভোটে সবগুলোতে জয়ও পেয়েছিলেন ট্রাম্প। এবার এর কোনো একটিতে হারলে ২৭০টি ইলেক্টোরাল ভোট সংগ্রহ করতে ব্যর্থ হবেন তিনি।
এ ক্ষেত্রে চারটির দুটি রাজ্যই ট্রাম্পের হাত ছাড়া হতে পারে বলে বলছে সিএনএনের জরিপ। অন্য দুটিও ঝুলে আছে সুতোর ওপর। ফলে সার্বিক বিচারে মহাবিপদেই রয়েছে ট্রাম্প, মত বিশেষজ্ঞদের।
এর আগে বিভিন্ন জরিপ থেকে জানা গিয়েছিল, কলারাডো, মেইন নর্থ ক্যারোলিনা ও আরিজোনার সিনেটে রিপাবলিকানদের অবস্থা একেবারেই নড়বড়ে হয়ে পড়েছে। রিপাবলিকানদের মনটানা, আইয়োয়া ও জর্জিয়ার সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই হলে ছুটে যেতে পারে দুটি। এ ৬টি আসনের মধ্যে ৫টিই ডেমোক্রাট শিবিরে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর ভিত্তিতে বলা হয়, এই নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারাতে বসেছে রিপাবলিকানরা, কংগ্রেসেও একই অবস্থা। ফলে ২০১৬ সালের নির্বাচনের ট্রাম্প কার্ড ২০২০ সালে বাইডেনের বিপরীতে অকার্যকর হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
একমঙ্গে ওবামা-বাডেন
সর্বশেষ জরিপের ফলাফলে দেখা যায়, আগাম ভোটেও ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। ধারণা করা হচ্ছে, এবার রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়ায় এই ব্যবধানই চূড়ান্ত বিজয়ের ফল নির্ধারণ করতে পারে। এখন বাস্তবে কী ঘটে, তা দেখার জন্য আগামী ৩ নভেম্বর, মঙ্গলবার ভোট গ্রহণের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে, ভোটের ৩ দিন আগে পেনসিলভানিয়া ও মিশিগানে নির্বাচনী প্রচারণায় একমঞ্চে উঠে বাইডেনের জন্য ভোট চেয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল শনিবার তারা প্রথমবারের মতো প্রচারণায় একসঙ্গে অংশ নিলেন।
এ সময় বাইডেন বলেন, নির্বাচিত হলে করোনার ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। এ জন্য সবার আগে ট্রাম্পকে পরাজিত করতে হবে। অন্যদিকে, গতকাল পেলসিলভানিয়ায় ৪টি নির্বাচনী র্যালিতে অংশ নেন ট্রাম্প। এ রাজ্যে বাইডেন অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে জানা যায়।