খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের পর্যাপ্ত মজুদ আছে। তাই চালের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিবহন ধর্মঘটের কারণে চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী।
বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
সাধন চন্দ্র মজুমদার জানান, গত কয়েক দিনে চালের দাম চার টাকার মতো বেড়েছে বলে স্বীকার করেছেন তিনি। তবে যত দ্রুত সম্ভব আগের দামে ফিরে যেতে চাল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
এ দিকে, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন শুরুর পর থেকে নাখোশ রয়েছেন দেশের গণপরিবহন মালিক-শ্রমিকরা। তারা নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি বিধান সংশোধনের দাবি জানিয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ৯ দফা দাবিতে বুধবার (২০ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এতে চালসহ নিত্যপণ্যের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, দুই মাসের ব্যবধানে ২ দফায় চালের দাম বেড়েছে । প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে ৭ থেকে ২০ টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে চালের দাম ৪ থেকে ৬ টাকা বেড়েছে।
আড়তদার ও মিলাররা বলছেন, মজুদ শেষ হয়ে যাওয়ায় চিকন চালের দাম বাড়ছে। অপর দিকে, চালের মজুদ ও দাম পর্যাপ্ত আছে বলে জানিয়েছে সরকার।