চীনকে মোকাবিলা করতে ৮ দেশের জোট গঠন
চীনকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৮ দেশের একটি জোট গঠন করা হয়েছে। চীনের বৈশ্বিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে চীনের উদীয়মান প্রভাব কমাতে এ জোট গঠিত হয়েছে।
গত শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্রসহ আট দেশের আইনপ্রণেতারা একটি জোট গঠন করেছেন। যুক্তরাষ্ট্র ছাড়া জোটে রয়েছে- যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন ও নরওয়ে।
নতুন জোটে মার্কিন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও, ডেমোক্র্যাট সিনেটর বব মেনেনদেজ, জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি, ইউরোপীয়ান পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি সদস্য ম্রিয়াম লেক্সম্যান ও ব্রিটিশ কনজারভেটিভ এমপি লিয়ান ডানকান স্মিথকে সহ-সভাপতি করা হয়েছে।
দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, হংকংয়ের ওপর বেইজিংয়ের জাতীয় সুরক্ষা আইন আরোপের পদক্ষেপের নিন্দা জানিয়েছে জোটটি।
জোটের নেতারা বলেছেন, তাদের উদ্দেশ্য হলো ‘উপযুক্ত এবং সমন্বিত প্রতিক্রিয়া তৈরি করা এবং গণপ্রজাতন্ত্রী চীন সম্পর্কিত বিষয়গুলোতে একটি সক্রিয় এবং কৌশলগত পদ্ধতিতে মোকাবিলা করা।
টুইটারে একটি ভিডিও বার্তায় রুবিও বলেন, চীনা কমিউনিস্ট পার্টির শাসনে চীন একটি বৈশ্বিক চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করে।