চীনসহ শেনজেন ভিসা পাচ্ছে ১৫ দেশের নাগরিকরা
বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও ১৫ দেশের পর্যটকদের ইউরোপের ২৬ দেশে ভ্রমণের অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নিরাপদ হিসেবে বিবেচিত এই ১৫ দেশর নাগরিকদের ভ্রমণের অনুমতি দিয়েছে ইউরোপের এই সংস্থাটি। আর সর্ত সাপেক্ষে সেই তালিকায় (সেইফ লিস্টে) চীনের নাম রেখেছে ইইউ।
এর আগে করোনাভাইরাস পরিস্থির কথা চিন্তা করে ২৮ জুন মোট ৫৪ দেশের নামের একটি খসড়া তালিকা প্রকাশ করেছিল সংস্থাটি। তারপর যাচাই বাছাই করে ১৫টি দেশের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
ওই ১৫ দেশের তালিকায় রয়েছে, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনিগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া, উরুগুয়ে ও চীন।
তবে চীন এখনই এই সুবিধা পাচ্ছে না। দেশটিকে একটি শর্ত দেওয়া হয়েছে। বলা হয়েছে, চীনের এই সুবিধা পেতে হলে পারস্পরিক কিছু কাজ করতে হবে। কিন্তু কি ধরনের কাজ করতে হবে তা এখনো জানা যায়নি, খবর শেনজেন ভিসা ইনফো ডট কম।