চীনা ভেবে ভারতীয়কে পিটিয়ে হাসপাতালে!
কারানোভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় চীনা নাগরিক ভেবে এক ভারতীয় বংশোদ্ভূত ইহুদিকে পিটিয়ে হাসপাতালে পাঠাল দুই ইসরাইলি।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর থেকে ইসরাইলে আসা অ্যাম শালেম সিকসন (২৮) নামে ওই যুবকের চেহারা চীনাদের মতো হওয়ায় ইসরাইলিরা তাদের চীনা নাগরিক মনে করে। পিটিআই ও রয়টার্সের।
গুরুতর আহতাবস্থায় তাকে ইসরাইলের পরিয়া হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার বুকে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রোববারের ওই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইসরাইলিদের এ আচরণকে বর্ণবাদী ও বৈষম্যমূলক বলে সমালোচনা করছেন নেটিজিয়ানরা।
সিকসন পুলিশকে বলেন, আমি বহুবার হামলাকারীদের বলেছি– আমি চীনা নাগরিক নই, তা ছাড়া আমি করোনাভাইরাসেও আক্রান্ত নই। কিন্তু তারা আমার কোনো কথাই শুনল না।
তিন বছর আগে ভারত থেকে সিকসনের পরিবার ইসরাইলে এসে ইহুদি হিসেবে অভিবাসন সুবিধা গ্রহণ করে।
পুলিশ ওই এলাকার সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের খুঁজছে।