চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে খেলার মাঠেই। মারাত্মক এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এর মধ্যেই বাতিল হয়েছে নানা টুর্নামেন্ট।
শনিবার রাতে চীনের মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে মাঠে নামে বার্সেলোনা। ‘শক্ত থাকো, পাশেই আছি’ ব্যানার নিয়ে নেমেছেন লিওনেল মেসিরা।
এদিন নিজেদের মাঠে গেটাফের মুখোমুখি হয় বার্সা। প্রথমার্ধে গেটাফের একটি গোল বাতিল হয় ভিএআরে।
২৩ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বলে গেটাফে খেলোয়াড়ের হেডে বার্সার জালেই প্রায় ঢুকে যাচ্ছিল। গোলরক্ষক স্টেগেন অবিশ্বাস্য দক্ষতায় কোনোমতে সে বলকে ফেরালেও ফিরতি বল পেয়ে যান অ্যালান নিয়োম।
আলত শটে বল জালে পাঠিয়ে গোলৎসবে মাতেন গেটাফে। কিন্তু ভিএআরে দেখা যায়, বলটি জালে জড়ানোর আগে বার্সা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির মুখে আঘাত করেছিলেন অ্যালান। গোলটা বাতিল করে দেয় রেফরি।
৩৩ মিনিটে বার্সার প্রথম গোলটি আঁতোয়ান গ্রিজমান। মেসির বুদ্ধিদীপ্ত পাসে বল লুফে নিয়ে ফরাসি ফরোয়ার্ড সহজেই পরাস্ত করেন গেটাফে গোলরক্ষককে।
১-০ তে লিড নেয় বার্সা। লিড নেয়া ৭ মিনিট পরেই দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান সার্জি রবার্তো। বক্সের বাঁ প্রান্ত থেকে জোরাল শটে করেন সার্জি রবার্তো, যা ছুঁতে ব্যর্থ হন গেটাফাতে গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে দুপক্ষই বেশ কিছু সুযোগ পেলেও আর কোনো গোলের দেখা মেলেনি। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে অল্পের জন্য গোল পাননি মেসি। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে তার বাঁকানো শট গোলপোস্টে ইঞ্চি দূরত্ব দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।
গেটাফেও বিরতির পর ভালো কিছু সুযোগ পেয়েছে। ৬৬ মিনিটে এমন এক সুযোগ থেকেই দুর্দান্ত ভলিতে গোল করেন বদলি নামা আনহেল রদ্রিগেজ।
শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এ জয়ে ২৪ ম্যাচে বার্সার সংগ্রহ দাঁড়াল ৫২ পয়েন্ট। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীদের।