তথ্যপ্রযুক্তি

চীনে জনপ্রিয় কোরআন অ্যাপ সরিয়ে নেয়ার নেপথ্যে

চীনে বিশ্বের অন্যতম জনপ্রিয় কোরআন অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল। দেশটির কর্মকর্তাদের অনুরোধে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এই অ্যাপ সরিয়ে নেয় বলে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, “সারা বিশ্বেই ভীষণ জনপ্রিয় এই ‘কোরআন মজিদ’ অ্যাপ। অ্যাপ স্টোরেই অ্যাপটি পাওয়া যায়। ওই অ্যাপের রিভিউয়ের সংখ্যা দেড় লাখের মতো। সারা বিশ্বে লাখ লাখ মুসলিম এই অ্যাপ ব্যবহার করে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।”

অবৈধ ধর্মীয় টেক্সট থাকার কারণে এই অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে বলে বিবিসি জানতে পেরেছে। তবে এ বিষয়ে চীন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এখনও কোনো মন্তব্য করেনি।

সারা বিশ্বে অ্যাপ স্টোরের অ্যাপগুলোর ওপর নজর রাখে এরকম একটি ওয়েবসাইট ‘অ্যাপল সেন্সরশিপে’ এই খবরটি প্রথম প্রকাশিত হয়।

চীনে ওই অ্যাপ সরানোর খবর প্রথমে লক্ষ্য করে ‘অ্যাপল সেন্সরশিপ’ নামে একটি ওয়েবসাইট। ওই ওয়েবসাইটের কাজ বিশ্বজুড়ে  অ্যাপ স্টোরের অ্যাপগুলোর ওপর নজর রাখা।

এ ব্যাপারে ওই অ্যাপটির নির্মাতা পিডিএমএস কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপলের মতে আমাদের অ্যাপ ‘কোরআন মজিদে’ এমন কিছু বিষয় রয়েছে যা অবৈধ। এ কারণে চীনা অ্যাপ স্টোর থেকে এটা সরিয়ে নেওয়া হয়েছে।

পিডিএমএস বিবৃতিতে আরও জানায়, বিষয়টি সমাধানের জন্য আমরা চীনের সাইবারস্পেস প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। চীনে তাদের প্রায় ১০ লাখের মতো ব্যবহারকারী রয়েছে বলে জানিয়েছে পিডিএমএস।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ইসলামকে একটি ধর্ম বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।  তবে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন, এমনকি তাদের ওপর গণহত্যার চালানোর জন্যও চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এদিকে ওই অ্যাপটি সরিয়ে নেওয়ার ব্যাপারে বিবিসির কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপল। তবে তারা মানবাধিকার বিষয়ক তাদের নীতিমালার কথা উল্লেখ করেছে। অ্যাপলের ওই নীতিতে বলা হয়েছে, অনেক সময় বিভিন্ন জটিল বিষয়ে সরকারের সঙ্গে আমাদের দ্বিমত থাকতে পারে। কিন্তু তারপরও আমাদের স্থানীয় আইন মেনে চলতে হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 18 =

Back to top button