বিএনপি’র ছাত্রবিষয়ক অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের পর সংগঠনের নেতাকর্মীরা নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া-আসা করছেন। ছাত্র সংগঠনটির সাম্প্রতিক এই তৎপরতাকে কেউ কেউ সাধুবাদ জানালেও কেউ কেউ আবার বিরোধিতাও করছেন। বৃহস্পতিবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিন ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে গেলেও তাদেরকে কোন চেয়ার-টেবিল দেয়া হয়নি। এদিকে চেয়ার-টেবিল না পেলে কি হবে, ছাত্রদলের নেতাকর্মীরাও নাছোড়বান্দা।
অগত্যা চেয়ার-টেবিল না পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনের ফ্লোরেই বসে পড়েন। শেষ পর্যন্ত সেখানে বসেই তারা প্রতিবাদ জানাতে থাকেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
বাংলানিউজ২৪.কম জানিয়েছে, সকালে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের নিয়ে মধুর ক্যান্টিন আসেন। কিন্তু বসার জায়গা না পেয়ে একপর্যায়ে এর প্রতিবাদ জানিয়ে ফ্লোরে বসে পড়েন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় শতাধিক নেতাকর্মী সেখানে অবস্থান নেন।
ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, কয়েকদিন ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা চেয়ার-টেবিল দখল করে রাখছেন। আগে দু’একটি চেয়ার-টেবিল খালি থাকলেও এদিন সব দখলে নিয়ে ছাত্রলীগের শীর্ষ নেতারা অনুসারীদের নিয়ে অবস্থান নেন।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আগে কিছু চেয়ার-টেবিল থাকলেও এখন সব দখল করে নিয়েছে ছাত্রলীগ। আমাদের বসার কোনো জায়গা নেই। ফলে মেঝেতে বসে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি।