উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইস্তান্বুল বাসাকসায়েরের বিপক্ষে ম্যাচে আজকের ম্যাচে পিএসজি ৫-১ গোলের বড় জয় পেয়েছে। এই জয়ের রাতে হ্যাট্রটিক করেছেন নেইমার জুনিয়র।
পিএসজির বড় জয়ে নেইমারের হ্যাটট্রিকের প্রথম দুটি গোল আসে ম্যাচের প্রথমার্ধেই। ২১ ও ৩৮ মিনিটে গোল দুটি করেন তিনি। তৃতীয় গোলটি করেন বিরতির পর।
নেইমার আজকের এই হ্যাটট্রিকের মাধ্যমে পিএসজির জার্সিতে চ্যাম্পিয়নস লিগে ২০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। আর সেই সঙ্গে ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন ভিন্ন ক্লাবে চ্যাম্পিয়নস লিগে ২০টি করে গোল করেছেন।