রাজনীতি

ছাত্রদলের কাউন্সিল ১৪ সেপ্টেম্বর

আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রয় কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন ছাত্রদলের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক।
এই নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়ন ফরম জমা নেয়া হয়েছে ১৯ ও ২০ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ আগস্ট। মনোনয়ন ফরম ২২ থেকে ২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। খবর বাংলাদেশ প্রতিদিন।
কাউন্সিল উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের পদপ্রত্যাশীদের হাতে সম্প্রতি মনোনয়ন ফরম তুলে দেন দলের কেন্দ্রীয় নেতারা। বিক্রির প্রথম দিনে সভাপতি পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মামুন খান ও ছাত্রদল নেতা আলিমুল হাকিম মুন্সি।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল। প্রত্যেকে বিএনপির কেন্দ্রীয় দফতরে ১০০ টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করেন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ সম্পর্কে বলেন, যারা এই দুঃসময়ে ছাত্রদলকে এগিয়ে নিতে শত নির্যাতন উপেক্ষা করে কারাবরণ করে হামলা-মামলা সহ্য করে তারেক রহমানের চিন্তা-পরামর্শে এক হচ্ছেন তাদের অভিবাদন জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 14 =

Back to top button