ছোট্ট হাসান করোনা জয় করে পরিবার নিয়ে ঘরে ফিরল
এবার করোনাভাইরাস (কোভিড-১৯) জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ বছরের শিশু হাসান সানজাক। শুধু শিশু হাসান নয় প্রায় এক মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে শিশুটির সঙ্গে বাড়ি ফিরেছেন শিশুটির বাবা-মা এবং দাদাও।
করোনা জয়ী একই পরিবারের এ চারজন বলছেন, করোনা আক্রান্ত হলেই সব শেষ হবে না। সঠিক চিকিৎসা আর স্বাস্থ্যবিধি মানলে, করোনা জয় করতে পারবে যে কেউ।
গত ১৪ মার্চ নারায়ণগঞ্জের হাজীগঞ্জের বাসিন্দা ৪৫ বছর বয়সী মো. কামরুজ্জামানের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার পর একে একে তার স্ত্রী ৩১ বছর বয়সী কামরুন্নাহার বেগম, ৪ বছর বয়সী সন্তান হাসান সানজাক ও ৭১ বছরের বাবা আবুল হোসেনের শরীরেও ধরা পড়ে এ ভাইরাস।
কিন্তু হতাশ না হয়ে, দৃঢ় মনোবলে ভর্তি হন হাসপাতালে। পরিবারের ৪ সদস্য চিকিৎসা নেয়া শুরু করেন যাত্রাবাড়ীর একটি হাসপাতালে। দীর্ঘ এক মাসের চিকিৎসা শেষে শুক্রবার সুস্থ শরীরে বাড়ি ফেরায় চোখে মুখে আনন্দের ছাপ।
হাসিমুখে সময় সংবাদকে শোনান করোনা জয়ের গল্পটা। এমন সাফল্যে গর্বিত হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, নার্সসহ সবাই।
শুধু হাসানের পরিবার নয়, এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১০ করোনা রোগী। করোনা জয়ী এসব মানুষগুলো বলছেন, ভয় না পেয়ে সঠিক চিকিৎসা আর স্বাস্থ্যবিধি মেনে করোনাকেও জয় করা সম্ভব।
এদিকে শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ২০৬ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২১০১ জন।