করোনাভাইরাসবিবিধ

জটিলতা ছাড়াই সন্তান জন্ম দিলেন করোনায় আক্রান্ত নারী

করোনাভাইরাসে আক্রান্ত এক নারী দুবাইয়ের একটি হাসপাতালে কোনো জটিলতা ছাড়াই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। দুবাইয়ের আল জাহরা হাসপাতালে গত মঙ্গলবার সন্তান জন্ম দেন ওই ভারতীয় নারী। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

এদিকে, মা ও ছেলে দুজনই সুস্থ আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ২৫ বছর বয়সী ওই নারীর গর্ভে জন্ম নেওয়া সন্তানটির ওজন ৩ দশমিক ১৮ কিলোগ্রাম। এর আগে গত শনিবার করোনাভাইরাস নিয়েই হাসপাতালে ভর্তি হন ওই নারী। তিনি ৩৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। আগামী ১৯ মে সন্তান জন্ম দেওয়ার কথা ছিল তাঁর। তবে হাসপাতালে ভর্তির তিনদিনের মধ্যেই নিরাপদে সন্তান জন্ম দেন তিনি।

হাসপাতালের নার্সিং পরিচালক মায়সুন ইউসুফ বলেন, ‘এটি খুব দ্রুতই ঘটেছে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যেটি আমরা সচরাচর দেখি না। এ সময় কোনো জটিলতার সৃষ্টি হয়নি এবং মা ও সন্তান দুজনই সুস্থ আছে।’

নবজাতকের বাবা বলেছেন, ‘যখনই প্রথম করোনাভাইরাস শনাক্তের বিষয়টি জানতে পারি, তখন থেকেই সন্তান ও তার মায়ের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে আমরা আতঙ্কে ছিলাম। কিন্তু আল জাহরা হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের সহযোগিতায় আমার সন্তান কোনো সমস্যা ছাড়াই জন্ম নিয়েছে এবং আমার স্ত্রীও স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা অনেক কৃতজ্ঞ।’

এদিকে তৃতীয়বারের মতো কোভিড-১৯ পরীক্ষার পর ফলাফল নেগেটিভ এলে মা ও সন্তানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + five =

Back to top button