BreakingLead Newsদেশবাংলা

জনসমুদ্র শিমুলিয়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার দীর্ঘ যানজট

জনসমুদ্রে পরিণত হয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট। ঈদ যতো ঘনিয়ে আসছে ততোই ঘাটে ঘরমুখো যাত্রীর সংখ্যা বাড়ছে। আর উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে সৃষ্ট হওয়া যানজট।

গত কয়েকদিনের মতো আজও শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ১ কিলোমিটার হেঁটে যাত্রীদের ঘাটে প্রবেশ করতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, যাত্রীদের চাপে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলো থেকে যানবাহন ঠিকমতো নামাতে পারছি না। ফলে যানবাহন নামিয়ে ফেরি ছাড়তে দেরি হচ্ছে। ঘাটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। ১৩-১৪টি ফেরি চলছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে চলাচল করা ঘরমুখো মানুষ।

সড়কের টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা, সল্লাহ, হাতিয়া এলাকায় যানবাহনের সঙ্গে যাত্রীদের জটলা সৃষ্টি হয়েছে। ঘরমুখো এসব মানুষদের গুনতে হচ্ছে চার থেকে পাঁচ গুন বেশি ভাড়া।

এদিকে চন্দ্রা, গোড়াই, মির্জাপুর ও দেওহাটা এলাকায় যানবাহন ও যাত্রীদের চাপ রয়েছে। যার অধিকাংশই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার লোক।

এলেঙ্গাতে কয়েক যাত্রী জানান, গার্মেন্টস ছুটি হয়েছে। যত কষ্টই হোক আর ভাড়া যতই লাগুক বাড়িতে যেতেই হবে। কারণ পরিবার পরিজন নিয়ে ঈদ করার আনন্দই আলাদা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম বলেন, মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। যানজট নেই। ধীর গতিতে যানবাহন চলাচল করছে। যাতে যানজটের সৃষ্টি না হয় এজন্য পুলিশ মহাসড়কে কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 18 =

Back to top button