Lead Newsজাতীয়

জন্মদিন উদযাপনে প্রধানমন্ত্রীর অসম্মতি

আগামী কাল ২৮ সেপ্টেম্বর (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন।

আওয়ামী লীগ এ বছর শেখ হাসিনার জন্মদিন ব্যাপক আকারে উদযাপনের চিন্তা ভাবনা করলেও সম্মতি দেননি প্রধানমন্ত্রী। বরাবরের মত এবারও অনীহা প্রকাশ করেছেন তিনি।

এবার প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে হল ভাড়া করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তবে হল ভাড়া করে জন্মদিন উদযাপনে প্রধানমন্ত্রী এরই মধ্যে ‘না’ করেছেন।

এই প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর অনিচ্ছায় তার জন্মদিন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভা ও দোয়া মাহফিল হচ্ছে না।

কাদের জানান, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, করোনাকালে হল ভাড়া করে আমার জন্মদিন পালন করতে হবে না; তাই সরকার প্রধানের অনিচ্ছায় তার জন্মদিনের দিন ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 13 =

Back to top button