জন্মের একদিন পরেই করোনাভাইরাসে আক্রান্ত শিশু
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস কমপক্ষে ২৭ হাজার মানুষের শরীরে সংক্রমিত হয়েছে। এবার জন্মের মাত্র ৩০ ঘণ্টা পরেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছে একজন নবজাতক।
চীনের কর্মকর্তারা বলছেন, ওই শিশুটি এ পর্যন্ত সবচেয়ে কম বয়সী, যে করোভাইরাসে আক্রান্ত হলো। সিবিএস নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া বলছে, গত ২ ফেব্রুয়ারি চীনের উহানের একটি হাসপাতালে জন্ম নেয় শিশুটি। উহান শহর থেকেই মারাত্মকভাবে ছড়িয়ে পড়া করোনভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছিল।
ইউনিয়ন হাসপাতাল জানায়, শিশুটির জন্মের আগেই তার মায়ের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।
সিনহুয়া নেটের প্রতিবেদন অনুযায়ী, জন্মের সময় শিশুটির ওজন ছিল সাত পাউন্ডের কিছু বেশি। নবজাতকের জ্বর বা কাশি নেই, তবে শ্বাসকষ্ট রয়েছে। শিশুর বুকের এক্স-রে সংক্রমণের লক্ষণ দেখিয়েছিল এবং লিভারের কার্যক্রমে কিছু অস্বাভাবিকতা ছিল। শিশুটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
মেডিকেল বিশেষজ্ঞদের মতে, মায়ের শরীর থেকে তাঁর শিশুও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত অন্তত ৫৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই চীনের উহান শহরের বাসিন্দা ছিলেন।