জাতীয়বিবিধ

জল্লাদ শাহজাহানের হাতেই মাজেদের ফাঁসি

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে জল্লাদ শাজাহানের নেতৃত্বেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করার সময় একদল জল্লাদ উপস্থিত ছিলেন। তবে প্রধান জল্লাদ শাহজাহানের সঙ্গে মাজেদের দণ্ড কার্যকরে সহকারী হিসেবে ছিলেন মনির ও সিরাজ।

এই শাহজাহানই ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, মহিউদ্দিন আহমদ (ল্যান্সার), এ কে বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের (আর্টিলারি) ফাঁসি কার্যকর করেছিলেন।

তো এই জল্লাদ শাহজাহানের পুরো নাম মো: শাহজাহান ভূঁইয়া। জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ২৬ মার্চ। জন্মস্থান নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে। বাবার নাম হাসান আলী ভূঁইয়া। মাতা সবমেহের। পড়াশোনা করেছেন এইচএসসি পর্যন্ত। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।

জানা গেছে, মোট ৩৬টি মামলার আসামি এই জল্লাদ শাহজাহান। তার সাজা ১৪৮ বছর থেকে কমানো হয়েছে ১০০ বছর। এতে করে সে ছাড়া পাবে ২০৩৫ সালে, যখন তার বয়স হবে ৮৫ বছর। (কালের কণ্ঠ অনলাইন অবলম্বনে)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =

Back to top button