Lead Newsজাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আবারও শীর্ষস্থানে বাংলাদেশ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে সৈন্যদল পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে এ দেশ থেকে সম্প্রতি ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী পাঠানো হয়েছে। এর ফলে দুনিয়াজুড়ে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষস্থান আবারও নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

১৯৮৮ সালে প্রথম জাতিসংঘে ইউনিফর্মধারী কর্মী মোতায়েন করে বাংলাদেশ। সে সময়ে তাদের ইরান-ইরাক যুদ্ধবিরতি মনিটরে সাহায্য করতে মোতায়েন করা হয়েছিল।

গত তিন দশকেরও বেশিকাল ধরে বহু দেশে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eleven =

Back to top button