জাতীয় ক্রিকেট দলে ফেরার অপেক্ষায় রয়েছেন টাইগারদের অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস।
বর্তমানে এ বামহাতি ব্যাটসম্যান নতুন ঘরোয়া মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে ভালো শুরু করতে দৃঢ় প্রত্যয়ী। আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে।
সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছেন ইমরুল। বাজে পারফরম্যান্সের কারণে এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
তবে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ একমাত্র টেস্টের জন্য বিবেচনায় ছিলেন ইমরুল। কিন্তু একমাত্র ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে তাকে স্কোয়াডে রাখা হয়নি। আগামী নভেম্বরে টাইগারদের ভারত সফর রয়েছে।
বুধবার মিরপুর ন্যাশনাল একাডেমি গ্রাউন্ডে সাংবাদিকদের ইমরুল বলেন, ‘আশা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। জাতীয় দলে ফেরার আশা নিয়ে আমি অপেক্ষায় আছি। জাতীয় লিগে ভালো করতে আমি নিজেকে প্রস্তুত করছি।’
‘যদি সুযোগ পাই তাহলে আমি ভালো করতে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। সম্প্রতি জাতীয় দলে ফেরার কাছাকাছি ছিলাম। কিন্তু আমার ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকায় তা হয়নি,’ যোগ করেন তিনি।
বাংলাদেশের হয়ে ৩৭টি টেস্ট, ৭৮টি ওয়ানডে এবং ১৪টি টি২০ ম্যাচ খেলেছেন ইমরুল। টেস্টে ৩টি এবং ওয়ানডেতে ৪টি শতক রয়েছে তার। একসময়ে টেস্ট ক্রিকেটার হিসেবেই জাতীয় দলে বিবেচনা করা হতো ইমরুলকে। কিন্তু তিনি নিজেকে ধীরে ধীরে ক্রিকেটের অন্য ফরমেটের দক্ষ হিসেবে প্রমাণ করেন ।