দেশবাংলা

জাতীয় সংগীতের সুরে হামদ পরিবেশন, সেই মাদ্রাসার কার্যক্রম বন্ধ (ভিডিও)

জাতীয় সংগীতের সুরে ইসলামী সংগীত (হামদ) পরিবেশনের অভিযোগে কুমিল্লার মুরাদনগরে সিদ্ধেশ্বরী এলাকার দারুল কোরআন আল আরাবিয়া মাদ্রাসার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় পরবর্তীতে কাগজপত্র এবং অনুমোদন নিয়ে ওই মাদ্রাসা চালু করার জন্য নির্দেশ দেয়া হয়।

স্থানীয়রা জানান, উপজেলার সিদ্ধেশ্বরী দারুল কোরআন আল আরাবিয়া মাদ্রাসার মুহতামিম নাজিবুলতাহ আফসারী জাতীয় সংগীতের সুর ব্যবহার করে একটি ইসলামী সংগীত পরিবেশনা করে তার নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেন। বিষয়টি কর্তৃপক্ষসহ গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

রোববার খবর পেয়ে ঘটনাস্থলে যান মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস এবং থানার ওসি নাহিদ আহাম্মেদ। তবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে পাওয়া যায়নি। এসময় মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মাদ্রাসার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়া ওই শিক্ষককে তার ফেসবুক আইডিসহ ইউটিউব চ্যানেল থেকে ওই সুরে গাওয়া সংগীতটি মুছে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম নাজিবুলতাহ আফসারীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আসলে বিষয়টি এমন হবে তা আমার জানা ছিল না। আমি আমার ব্যাক্তিগত একাউন্ট থেকে সবকিছু মুছে দিয়েছি। একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এ বিষয়টির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেবো।

জাতীয় সংগীতের সুরে হামদ, সেই মাদ্রাসার কার্যক্রম বন্ধ

Posted by Voice of london on Sunday, October 18, 2020

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =

Back to top button