জাভির অভিষেকেই পূর্ণ পয়েন্ট নিয়ে ম্যাচ জিতলো বার্সা
লিগে আগের চার ম্যাচের একটিতেও জয় নেই। অন্যদিকে বার্সার কোচ হিসেবে জাভি হার্নান্দেজের পথচলা শুরু। সব মিলিয়ে গত রাতে এস্পানিওলের বিপক্ষে ম্যাচটা অনেক গুরুত্ববহ ছিল বার্সেলোনার জন্য। এমন দিনে কিংবদন্তি খেলোয়াড় এবং ভক্তদের হতাশ করেনি কাতালানরা। ভিনসেন্তে মোরেনোর শিষ্যদের বিপক্ষে জয়ে তুলে নিয়েছে পূর্ণ তিন পয়েন্ট।
আন্তর্জাতিক বিরতির পর ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে সফরকারী দলের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে কাতালানরা। ম্যাচের ৪৮ মিনিটে পেনাল্টি শুট আউট থেকে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন নেদারল্যান্ডসের তারকা ফরোয়ার্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় মেম্ফিস ডিপেই।
১৯৯৮ সালে বার্সার মূল দলে অভিষক হয় জাভির। কাতারের ক্লাব আল সাদে যাওয়ার আগে বার্সার হয়ে টানা ১৭ বছরের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। একের পর এক ব্যর্থতার কারণে চলতি মাসের শুরুর দিকে রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হন। নতুন পরিচয়ের সূচনালগ্নটাও মনে রাখার মতো হল সাবেক এই মিডফিল্ডারের।
নতুন কোচ পেয়ে নিজেদের যেন নতুন করে খুঁজে পেয়েছিল বার্সা। ম্যাচজুড়ে সার্জিও বুসকেটস, ফ্রেঙ্কি ডি ইয়ং, অস্কার মিনগেসা, গভিরা, জর্ডি আলবারা ছিল প্রাণবন্ত। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে কাতালানরা। একাধিক সুযোগ ভেস্তে যায় এস্পানিওল গোলরক্ষক দিয়েগো লোপেজের দৃঢ়তায়। কম যায়নি সফরকারীরা। বেশ কয়েকটি আক্রমণের ভিড়ে তাদের করা দুটি শট পোস্টে লেগে ফিরে আসে।