২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে ইলিশ ধরতে জাল নিয়ে জলে নেমেছে জেলেরা। গতকাল বুধবার (৪ নভেম্বর) মধ্যরাত থেকে তারা মাছ ধরতে শুরু করেছে।
ইলিশের উৎপাদন বাড়াতে পদ্মা, মেঘনাসহ উপকূলীয় ১৯ জেলার নদ-নদীতে ইলিশ ধরার ওপর গত ১৪ অক্টোবর থেকে সরকারের এই নিষেধাজ্ঞা শুরু হয়। এ সময়ে ইলিশ পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ ছিল।
এদিকে জেলেরা জানান, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে সাগর ও নদ-নদীতে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার প্রতি সম্মান জানিয়ে তারা নদীতে অবৈধ ভাবে ইলিশ শিকার করেননি। ২২ দিনের নিষেধাজ্ঞার ফলে তারা ক্ষতিগ্রস্থ হয়েছেন। কমবেশি সব জেলেই ঋণগ্রস্থ হয়ে পড়েছেন। সেই অলস সময় কাটিয়ে ইলিশ ধরতে জাল আর ট্রলার নিয়ে গতকাল মধ্যরাতের পরই সাগরে ছুটে গেছেন অনেক জেলে। আর স্থানীয় জেলেরাও নদ-নদীতে ইলিশ শিকারে নেমে পড়েছেন।
জেলেরা আশা করছেন, ২২ দিন বন্ধ থাকায় এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। ফলে তারা ক্ষতি পুষিয়ে ধারদেনা পরিশোধ করতে পারবেন।