জাতীয়

জুলাই থেকে শুরু হচ্ছে ঢাকা-সিলেট রুটে ছয় লেনের কাজ

ছয় লেনে ঢাকা-সিলেট রুট উন্নীত করার কাজ চলতি বছরের আসছে জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খবর ইউএনবি নিউজ।
মন্ত্রী বলেন, ২০৯ কিলোমিটারের এ মহাসড়ককে ছয় লেন করতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। এর বেশির ভাগ অর্থায়ন করবে এডিবি।
তিনি জানান, মহাসড়কটিতে আগে এক পাশে সার্ভিস লেন ছিল। এখন নতুন নকশায় দুপাশে সার্ভিস লেন রয়েছে।
‘আগামী মার্চ মাসে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ শেষ হবে। এরপর পরিকল্পনা কমিশনে যাবে। সেখানে অনুমোদন পেলে কাজ শুরু করতে পারব। প্রকল্পে ২২টি ওভারপাস, পাঁচটি রেল ওভারপাস, ৮টি ফ্লাইওভার ও ২৯টি ফুটওভারব্রিজ রয়েছে,’ যোগ করেন কাদের।
তিনি বলেন, এডিবির সাথে দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার (সাসেক) দুই ও তিন নম্বর প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এডিবি পরবর্তীতে ফরিদপুর ও বরিশাল মহাসড়কে অর্থায়ন নিয়ে ভাবছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

Back to top button