জো বাইডেনের অভিষেকের দিন বিক্ষোভের শঙ্কা
আগামী ২০ জানুয়ারি নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেককে ঘিরে ইতোমধ্যেই এফবিআই সম্ভাব্য হামলার হুমকির সতর্কবার্তা দিয়েছে। ওয়াশিংটন জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তবে শুধু ওয়াশিংটন ডিসিই নয়, যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্যই অভিষেকের দিন সম্ভাব্য সশস্ত্র হামলা ও সহিংস বিক্ষোভের শঙ্কা থেকে পদক্ষেপ গ্রহণ করেছে। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, ইলিনয়, ওরেগন, ওহাইও, পেনসেলভেনিয়া, কেনসাস , উতাহ, ওয়াশিংটন, উইসকনসিন ও মাইনি জানিয়েছে, অভিষেকের দিন তারা ক্যাপিটল ভবন সাধারণ জনগণের জন্য বন্ধ রাখবে।
এর মধ্যে কিছু কিছু রাজ্য ইতোমধ্যেই ক্যাপিটল ভবনে সাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কিছু রাজ্য জরুরি অবস্থা জারি করেছে এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে। আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এফবিআই এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
টেক্সাসের জন নিরাপত্তা বিভাগের পরিচালক স্টিভেন ম্যাক্রো এক বিবৃতিতে জানান, ক্যাপিটল ভবনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা নিয়মিত এফবিআই ও পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছি।
ক্যালিফোর্নিয়ার গর্ভনর গেভিন নিউসোম জানিয়েছেন, তিনি রাজ্যে ১ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে আইনপ্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাজ্যে মোতায়েন করা হয়েছে।