ঝড়ের গতিতে কাবুলে ঢুকছে তালেবান
ঝড়ের গতিতে আফগানিস্তানের একের পর এক বড় বড় প্রাদেশিক শহর কব্জা করার পর এবার রাজধানী কাবুলে ঢোকা শুরু করেছে তালেবান। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চারপাশ থেকে তালেবান কাবুলে ঢোকা শুরু করেছে।
রোববার কোনো লড়াই ছাড়াই আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে নিয়েছে তালেবান। এই শহরটির পতনের মধ্য দিয়ে একমাত্র রাজধানী কাবুল ছাড়া দেশটির আর সব গুরুত্বপূর্ণ শহরে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
সরকারি বাহিনীগুলোর এমন বিপর্যয়ের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির ওপর পদত্যাগের চাপ বাড়ছে। কাবুলে নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করবে নাকি আত্মসমর্পণ করবে এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি এখন আফগানিস্তানের প্রেসিডেন্ট।
কাবুল থেকে দূতাবাসকর্মীসহ নিজ দেশের নাগরিকদের বাড়ি ফেরা নিশ্চিত করতে বৃহস্পতিবার তিন হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিলেও তালেবানরা দ্রুত কাবুলের কাছাকাছ চলে আসায় শনিবার পাঁচ হাজার মার্কিন সেনারা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন।
জালালাবাদের পতন হওয়ায় পাকিস্তানের পেশোয়ার শহরের দিকে যাওয়া মহাসড়কটি তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। এটি স্থলবেষ্টিত আফগানিস্তানের অন্যতম প্রধান একটি মহাসড়ক।
শনিবার আফগানিস্তানের টেলিভিশনে প্রেসিডেন্ট আশরাফ গনির ভাষণ প্রচারিত হয়েছে। ভাষণে আশরাফ গনি তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেনাদের তালেবানের বিরুদ্ধে এক্যবদ্ধ করছেন বলে জানিয়েছেন তিনি।
তবে বিশ্লেষকরা বলছেন তালেবানের হামলায় বেসামাল হয়ে পড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। দেশে তার কোনো নিয়ন্ত্রণ নেই।
সূত্রঃ আল জাজিরা