টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। মঙ্গলবার সকালে প্রকাশিত সূচিতে জানা গেছে বাংলাদেশের ম্যাচের তারিখ ও সময়। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মাহমুদুল্লাহর দলের বিশ্বকাপ। দ্বিতীয় ম্যাচ ১৯ তারিখ। ওইদিন স্বাগতিক ওমানের বিপক্ষে খেলবেন সাকিব-তামিমরা।
২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শেষ করবে বাংলাদেশ। বাছাইপর্বের সবগুলো ম্যাচ হবে ওমানে। ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে মূল পর্বের খেলা। দুটি ম্যাচ থাকছে সুপার টুয়েলভের প্রথম দিন।
আবুধাবিতে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। আর দুবাইয়ে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১০ নভেম্বর আবুধাবিতে হবে প্রথম সেমিফাইনাল। ১১ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল হবে দুবাইয়ে। ১৪ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে দুবাইয়ে।
বাংলাদেশকে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলতে হবে। বাছাইপর্বে গ্রুপ বি-তে মাহমুদুল্লাহ বাহিনীর গ্রুপ সঙ্গী পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও ওমান। এ-গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা। তাদের সঙ্গী আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
সরাসরি মূল পর্বে খেলা আট দলকেও ভাগ করা হয়েছে দুই গ্রুপে। গ্রুপ ওয়ানে খেলবে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ-টুতে খেলবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এছাড়া দুই গ্রুপে বাছাইপর্বের দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দুই দল যুক্ত হবে।
ভারতে হওয়ার কথা থাকলেও দেশটিতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে আইসিসি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করে।
১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটের এই বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু ও ওমানে।