টাইগার শিবিরে দুঃসংবাদ, দুইজন করোনা পজিটিভ !
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে জাতীয় দলে দুঃসংবাদ! সফরকে সামনে রেখে সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা পরীক্ষা। বাসায় গিয়ে প্রথম দিনে নমুনা সংগ্রহ করে ১৭ ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে একজন হলেন টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। অন্যজন ইংলিশ ট্রেইনার নিকোলাস লি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে করোনা পরীক্ষা করা হয়। এদিন বিকেলে দুইজনের করোনা পজিটিভ হবার সংবাদ পাওয়া যায়।
এর আগে ক্রিকেটারদের গ্রুপ ভিত্তিক অনুশীলনের মধ্যে করোনা পজিটিভ হন দলের সঙ্গে থাকা এক বাংলাদেশি ট্রেনার। এরপরই কয়েকদিনের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন বন্ধ করে দেয়া হয়। আগামীকাল থেকে আবাো অনুশীলন শুরু হওয়ার কথা।