অপরাধ ও দূর্ঘটনা
টাকার বিনিময়ে রোহিঙ্গাদের দেয়া হচ্ছে এনআইডি কার্ড
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ থেকে টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ড সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে টাকা দিয়ে জন্ম নিবন্ধন কার্ড সংগ্রহ করেছে রোহিঙ্গা নারী দিলনেওয়াজ। লেদা ক্যাম্পের রোহিঙ্গা নারী দিলনেওয়াজ ৫০ হাজার টাকার বিনিময়ে এনআইডি কার্ড সংগ্রহ করেন।
শুধু তাই নয় তার পরিবারের সকল সদস্যদেরও এনআইডি কার্ড দেয়া হয়েছে বলে অভিযোগে করেছেন এলাকাবাসী। তাদের পরিবারের ২ জন ইতিমধ্যে বিদেশে পাড়ি জামান।
এলাকাবাসী এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। এ ব্যাপারে যেন সুষ্ঠু তদন্ত করে তাদের সবার আইডি ব্লক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এরা কাদের মাধ্যমে জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ড পেয়েছে তা তদন্ত করা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে বলে এলাকাবাসী দাবি করেছেন।