Lead Newsরাজনীতি

নির্বাচন এখন তামাশা; টালবাহানা না করে পদত্যাগ করুন: সরকারকে বিএনপি

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া জনগণের ভোটাধিকার রক্ষার আর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

তিনি বলেন, ‘আর টালবাহানা করবেন না। পদত্যাগ করুন, অতীতের সকল নির্বাচনকে বাতিল করে দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করুন। এটাই একমাত্র সমাধান।’

ঢাকা-৫, নওগাঁ-৬ ও পাবনা-৪ আসনে উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুননির্বাচনের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন ।

তিনি আরও বলেন, এই সরকারের অধীনে আর কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটাই প্রমাণ করতে চায় বিএনপি। আর এজন্যই আমরা উপনির্বাচনসহ সব স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছি।

নির্বাচন এখন এক তামাশায় পরিণত হয়েছে। তাই একাদশ জাতীয় নির্বাচনসহ এই সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচনের ফল বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

বিএনপি একই দাবিতে মঙ্গলবার উপজেলা ও থানায় থানায় প্রতিবাদ সমাবেশ করবে বলেও জানান তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =

Back to top button