টিকটক সহ ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ ভারতে
লাদাখের সীমান্তে ২০ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার জেরে চীনের বিরুদ্ধে ‘ডিজিটাল স্ট্রাইক’ শুরু করল ভারত, তাদের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।
চীনের ৫৮টি অ্যাপ আর ভারতে ব্যবহার করা যাবে না। এই তালিকায় আছে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, ক্যামস্ক্যানার, উইচ্যাট, ক্ল্যাশ অফ কিংস, ডিইউ ব্যাটারি সেভার, এমআই কমিউনিটি, ক্লাবফ্যাক্টরি, এমআই ভিডিও কল ইত্যাদি।
ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে তথ্য অনুসারে, এই ৫৯ টি চীনা অ্যাপ্লিকেশন এমন কার্যকলাপে লিপ্ত ছিল যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা এবং গণশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। এমন পরিস্থিতিতে সরকার এই অ্যাপস গুলো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
ভারত ও চিনের মধ্যে সাম্প্রতিক সহিংস সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর নিহত হবার পর থেকে বেশ কিছু ভারতীয় প্রতিনিয়ত চীনা পণ্য বর্জনের দাবি করে আসছিলো।
বিশেষজ্ঞদের দাবি, ভারত এই সিদ্ধান্ত নেওয়ায় চীনা কোম্পানিগুলির ক্ষতি হবে। ভারতে প্রায় ১০ কোটি টিকটক অ্যাপ ব্যবহারকারী ছিল। অন্যান্য অ্যাপগুলিও বেশ জনপ্রিয় ছিল। এখন অন্য দেশও যদি ভারতের মতো এই সব অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তা হলে চীনা কোম্পানিগুলি বিপাকে পড়বে।
অ্যাপ বন্ধ ছাড়াও ভারত সরকার দেশে চীনা কোম্পানির ফোরজি নেটওয়ার্ক হালনাগাদ ও রেলওয়ে নেটওয়ার্কের চুক্তি বাতিল করেছে। এ ছাড়া ই-কমার্স প্ল্যাটফর্মগুলোয় চীনা পণ্য বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছে।