টিকা পেতে শিক্ষার্থীদের নানা ভোগান্তি
দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীতে শুরু হওয়া এ কর্মসূচির দ্বিতীয় দিনে টিকা পেতে সীমাহীন ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকরা।
তাদের অভিযোগ, যথাসময়ে কেন্দ্রে টিকা না আসায় সকাল থেকে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এ ছাড়া অনেক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকায় পড়তে হয়েছে ভোগান্তিতে। আবার কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় টিকা পেতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের।
অন্য দিকে, টিকার জন্য নিবন্ধন করতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, রাজধানীর ৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা কেন্দ্র করতে স্বাস্থ্য অধিদপ্তরে তালিকা পাঠানো হয়। কিন্তু এত প্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষার্থীকে কম সময়ে টিকা দেওয়া সম্ভব না হওয়ায় তালিকা সংক্ষিপ্ত করে ১২টি নির্ধারণ করা হয়। সেখান থেকে কমিয়ে মাত্র ৮টি প্রতিষ্ঠান চূড়ান্ত করে অধিদপ্তর।
এদিকে টিকাদানের দ্বিতীয় দিন মঙ্গলবার একাধিক কেন্দ্রে দেখা গেছে, কেন্দ্র কম হওয়ায় উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্ধারণ নিয়ে টিকা নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। কারণ স্কুল উত্তরে হলেও অনেকের টিকা কেন্দ্র দক্ষিণে পড়েছে।
টিকাদানের আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়, টিকা দেওয়া শুরু হবে সকাল ৯টা থেকে। চলবে দুপুর ৩টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে থাকবে ১০টি বুথ। প্রতিটি বুথে আনুমানিক ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা কার্ডের দুটি কপি সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে। কিন্তু অনেক কেন্দ্রে নির্ধারিত বুথের সংখ্যা কম থাকায় শিক্ষার্থীদের দীর্ঘ লাইন তৈরি হয়।
কেন্দ্র সংশ্লিষ্টরা বলেন, এখানে সাউথ পয়েন্ট স্কুলের পাঁচটি শাখার পাশাপাশি আরও একটি গার্লস স্কুল মিলে দুই হাজার শিক্ষার্থীর টিকা দেওয়া হয়। সে তুলনায় বুথ সংখ্যা কম। এ ছাড়া শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপসহ কাগজপত্র তদারকি করতে টিকাদানে ধীরগতি হয়েছে। ফলে সাময়িক লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে শিক্ষার্থীদের।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের আইটি বিভাগের লোকজন দেরিতে আসা ও নির্ধারিত সময়ে কেন্দ্রে টিকা না পৌঁছায় কার্যক্রম পরে শুরু করা হয়। উত্তরার সাউথ ব্রিজ স্কুলে টিকা দেরিতে আসায় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর সকাল ১১টার দিকে শুরু হয় টিকাদান। ১০টি বুথ হওয়ার কথা থাকলেও হয়েছে ৭টি। এ কেন্দ্রে এদিন দুই হাজার ৬৬ শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।