টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল।
অভিজ্ঞ ওপেনার নিজের ফেসবুক পেইজে এই ভিডিও বার্তায় এমনটা নিশ্চিত করেছেন তামিম। তিনি জানান চোট থেকে সেরে উঠলেও ম্যাচ টাইমের অভাবে তার মনে হয়েছে যে বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ানো উচিত তার। বিসিবি সভাপতি ও প্রধান নির্বাচককে তার সিদ্ধান্ত জানিয়েছেন তামিম।
ভিডিওতে তামিম বলেন, ‘ইনজুরি আমার কাছে অত বড় সমস্যা মনে হয় না। বিশ্বকাপের আগে ঠিক হয়ে যেতাম। এই সিদ্ধান্ত নিয়েছি মূল যে কারণে সেটা হচ্ছে আমি দলের হয়ে ১৫-১৬টা টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি। সেই সময়ে আমার জায়গায় যারা খেলছে আমি যদি এখন এসে তাদের জায়গা নিয়ে নিই সেটা অবিচার হবে। তাদের প্রস্তুতিও আমার চেয়ে ভালো।’
২০১৮ সালের পর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার। যে কারণে তার মনে হয়েছে তার দলে থাকা উচিত হবে না।
তিনি যোগ করেন, ‘আমি হয়তো বিশ্বকাপ দলে থাকতাম তবে আমার কাছে মনে হয় না সেটা যথার্থ হতো। আমি আমার সিদ্ধান্ত সভাপতি ও প্রধান নির্বাচককে জানিয়েছি।’
বিশ্বকাপ না খেললেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন জানিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
তামিম বলেন, ‘আমি অবসর নিচ্ছি না। শুধু এই বিশ্বকাপটা আমার খেলা হবে না। আমার মনে হয় এটা একটা ফেয়ার সিদ্ধান্ত।’
গত জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে হাঁটুর ইনজুরির কারণে দেশে ফিরে আসেন তামিম ইকবাল। ছিলেন না জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজেও। চলতি মাসের মাঝামাঝি ইনজুরি কাটিয়ে ফেরার কথা ছিল তার।
বাংলাদেশের হয়ে ৫টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তামিম। সবশেষ বিশ্বকাপে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিটি আসে তার ব্যাট থেকে। ২০১৬ সালে ভারতের ধরমশালায় ওমানের বিপক্ষে বাছাইপর্বে সেঞ্চুরি করেন তিনি।