Lead Newsধর্ম ও জীবন

টেকনাফে শত বছরের পুরনো মসজিদের সন্ধান

টেকনাফে শত বছরের পুরনো মসজিদের সন্ধান পেল প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়। শুক্রবার (১১ ডিসেম্বর) টেকনাফ ৫নং বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল পাহাড়ের মাথা ভাঙ্গা এলাকায় পুরনো এ মসজিদটির সন্ধান পাওয়া যায়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান বলেন, কক্সবাজারে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি পাহাড় ও পাহাড়ের পাদদেশে রয়েছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এগুলোর সঠিক ব্যবস্হাপনাসহ গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শনগুলোকে সংরক্ষণ করে পর্যটকদের সামনে তুলে ধরতে পারলে একদিন যেমন সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অপর দিকে স্হানীয় বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে। এমনকি ইসলামিক হেরিটেজেরও বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

মসজিদের সন্ধানের পরপরই দেখতে আসেন প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান এর চট্টগ্রাম ও সিলেটের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর নেতৃত্বে জরিপ ও অনুসন্ধান দলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর টিম, কুমিল্লা অফিসের গবেষণা সহকারী ও জরিপের ভারপ্রাপ্ত কর্মকর্তা মু ওমর ফারুক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, কুমিল্লা অফিসের সহাকারী কাস্টোডিয়ান (সংযুক্ত) মু. সিয়াম চৌধুরী, পিটারী রেকর্ডার ওমর ফারুক, সার্ভেয়ার চাইথোয়াই।

স্থানীয় জনগণ প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানকালে স্বতর্স্ফুতভাবে মসজিদটির সংস্কার ও সংরক্ষণের দাবি রাখেন। এ দিকে টেকনাফে কয়েক শত বৎসর পূর্বের পুরনো মসজিদের সন্ধান পাওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + nine =

Back to top button