ক্রিকেট

টেস্ট ম্যাচ খেলছেন না মোস্তাফিজ

যতদিন করোনার ঝামেলা আছে, ততদিন থাকবে কোয়ারেন্টাইন কিংবা জৈব সুরক্ষা বলয়। এর মধ্যে থেকে তিন ফরম্যাটে মনযোগ দেয়া কষ্টকর।

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান তাই এখন টেস্ট খেলতে চাচ্ছেন না। তার চোখ সীমিত ওভার ক্রিকেটের দিকে। বৃহস্পতিবার মিরপুরে এমনটিই জানিয়েছেন বিসিবির পরিচালক আকরাম খান।

আকরাম খান বলেন, ‘মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। ও এখন টেস্টে আগ্রহী না। মোস্তাফিজ আমাদেরকে জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টাইন বা জৈব সুরক্ষা বলয় আছে টেস্টে ওর মনোযোগ দেওয়া ডিফিকাল্ট বিধায় ও এখন টেস্ট খেলতে চাচ্ছে না।

মোস্তাফিজের সিদ্ধান্তকে বিসিবি ইতিবাচক হিসেবেই নিয়েছে। তিনি বলেন, ‘এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়ার টি-টোয়েন্টি আর ওয়ানডেতে আমাদের জন্য তো আলাপ-আলোচনা করেই আমরা এটা করেছি।’

তিনি আরো বলেন, ‘এটার কারণটা হলো অনেকেই শুধু টি-টোয়েন্টি খেলছে। যেমন নাসুম আছে, পাটোয়ারী (শামীম) আছে। এজন্য এবার আমরা তিন ফরম্যাট আলাদা করেছি। আগে ছিল সাদা বল, সাদা বল মানে ওয়ানডে ও টি-টোয়েন্টি যারা খেলবে তারাই একই চুক্তিতে।’

‘এবার আমরা পার্থক্য রেখেছি পারফরম্যান্সের জন্য। যেন খেলোয়ারদের ভিতর জিনিসটা কাজ করে, টি-টোয়েন্টি থেকে ওরা যদি টেস্টে যায়, তাহলে স্যালারিটা অনেক বেশি, কেউ যদি ওয়ানডেতে যায় তখনো বেশি। তো এই পার্থক্যটা আমরা জেনে-বুঝেই করেছি যেন খেলোয়াড়রা পারফর্ম করে অন্য ফরম্যাটে চলে আসে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 10 =

Back to top button