শিল্প ও বাণিজ্য

ট্রাম্পের চাপের মুখে পদত্যাগ করছেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান

মেয়াদ শেষ হওয়ার একবছর আগেই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রর্বাতো আজেভেদো পদত্যাগ করছেন। সেপ্টেম্বরে তাঁর পদত্যাগের ইচ্ছা রয়েছে।

বৃহস্পতিবার সংস্থাটির মুখপাত্র কিথ রকওয়েল এ তথ্য জানিয়েছেন। এদিন বার্তা সংস্থা এএফপিকে পাঠানো একটি ই-মেইল বিবৃতিতে তিনি বলেন, এর আগে আর কোনো মন্তব্য করা যাবে না।

ব্রাজিলিয়ান ৬২ বছর বয়সী এ কূটনীতিক ২০১৩ সালে প্রথমবারের মতো বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন। ২০২১ সালে তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

তাঁর পদত্যাগের খবরটি এমন এক সময় এল যখন করোনাভাইরাস মহামারির প্রভাবে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য মহামন্দার কবলে পড়েছে। বর্তমান অবস্থা ১৯৩০ এর দশকের মহা মন্দার সঙ্গে তুলনা করছে ডব্লিউটিও।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপের কারণে তিনি মেয়াদ শেষ হওয়ার আগে সরে যেতে চাচ্ছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের বিষয়ে নিজেদের নীতি পরিবর্তন না করলে বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন ট্রাম্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eleven =

Back to top button