ট্রাম্প ফের প্রেসিডেন্ট হলে হোয়াইট হাউস ছাড়বেন ইভাঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। বাবার প্রশাসনে হোয়াইট হাউসের একজন নেতৃস্থানীয় উপদেষ্টা তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিত করলেন, বাবা ডোনাল্ড ট্রাম্প যদি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী হন তাহলে তিনি হয়তো আর কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করবেন না।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রশাসনে ফের আপনাকে দেখা যাবে কিনা এমন প্রশ্ন করা হলে ইভাঙ্কা উত্তর দেন, সবকিছুর আগে তার সন্তানরা। সন্তানদেরই সর্বাধিক প্রাধান্য দেন তিনি। পরিস্থিতি অনুযায়ী সন্তানদের প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেবেন।
সিবিএস’র ‘ফেস দ্য নেশন’ নামের ওই অনুষ্ঠানে ৩৮ বছর বয়সী ট্রাম্পকন্যা বলেন, ‘তাদের (সন্তানদের) প্রয়োজনীয়তা সবার আগে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেই আমি আমার সিদ্ধান্ত নেই। এ বিষয়ে আমি খুবই নমনীয়। তাই তারাই আমাকে এ প্রশ্নের উত্তর দেবে যে আমি আসলে কি করবো।’
ইভাঙ্কা ট্রাম্প বলেন, ‘গত আড়াই বছরে আমি দেশের প্রতিটা অঙ্গরাজ্য ঘুরেছি। এটা (হোয়াইট হাউসে উপদেষ্টার পদ) আমাকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা অনেক কাজ করেছি কিন্তু আমি মনে করি অনেক কাজ করা এখনো বাকি রয়ে গেছে।’
ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন কিনা এমন প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের উপদেষ্টা ইভাঙ্কা বলেন, ‘আসলে আমার কাছে রাজনীতি তুলনামূলক কম আকর্ষণীয়।’
প্রসঙ্গত ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার ২০১৭ সাল থেকে ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তারা।