ধর্ম ও জীবন

ডা. জাফরুল্লাহকে তাফসির উপহার দিলেন আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কুরআনের তাফসির, সিরাত ও ইসলামিক বই উপহার পাঠিয়েছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী। বহুল প্রচলিত ও জনপ্রিয় আব্বাসী টিভি’র ফেসবুক পেজে ১৫ মিনিটের একটি ভিডিও পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী তার প্রতিনিধিদের মাধ্যমে ডা. জাফরুল্লাহকে এ উপহার সামগ্রী পাঠান।

ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ‘ড. এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষ থেকে ডাঃ জাফরুল্লাহ সাহেবকে তাফসির, সিরাত ও হুজুরের লিখিত কিতাব হাদিয়া দেয়া হয়েছে। হুজুরের প্রতিনিধিগণ কিতাবগুলো তাকে হাদিয়া দিয়ে আসেন এবং তাকে হুজুরের পক্ষ থেকে দাওয়াত দিয়ে আসেন।’

ভিডিওতে দেখা যায়, ‘আল্লামা আব্বাসীর পক্ষ থেকে পাওয়া আল্লামা শফি রহিমাহুল্লাহ লিখিত বিখ্যাত তাফসিরগন্থ ‘মাআরিফুল কুরআন’ হাতে পেয়ে ডা. জাফরুল্লাহ যত্নের সঙ্গে তা খুলছেন। খুলে নিজের টেবিলের উপর রেখে আঙ্গুল দিয়ে স্পর্শ করে কালো হরফগুলো পড়ার এবং বোঝার চেষ্টা করছেন। পাশাপাশি তিনি বারবার বলছেন, আমার খুব আগ্রহ আরবি শেখার। এ বলে তিনি ভাঙ্গা ভাঙ্গা হরফে মাআরিফুল কুরআনের আরবি পড়ার চেষ্টা করছিলেন।’

এ সময় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতিনিধিগণ তাকে ইসলামের বিভিন্ন বিষয় ও পরিভাষা সম্পর্কে দেখানো ও বোঝানোর চেষ্টা করছেন। ডা. জাফরুল্লাহও বেশ আগ্রহ ভরে তা গ্রহণ করছেন। মাঝে মাঝে বিভিন্ন বিষয় না বুঝলে তিনি আবার প্রশ্ন করছেন। বুঝে নিচ্ছেন। যেমন-
উপহার হিসেবে পাওয়া মাআরিফুল কুরআন হাতে পেয়ে তিনি প্রতিনিধি দলের কাছে জানতে চান- ‘মাআরিফ’ অর্থ কী?

উল্লেখ্য কিছুদিন আগে গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী রাজধানী ঢাকার আল আকসা জামে মসজিদের (হাক্কানী মসজিদের) মোয়াজ্জিন হাফেজ আনিসুর রহমানের কাছে নূরানী কায়েদার সবক নেন।

তিনি ধানমন্ডির আল আকসা মসজিদে এসে প্রথমে অজু করেন। এরপর মসজিদের মোয়াজ্জেন হাফেজ আনিসুর রহমানের কাছে আউজুবিল্লাহ- বিসমিল্লা ও রাব্বি জিদনী ইলমা পড়ে কুরআন শিক্ষার জন্যে নূরানী কায়দায় সবক নেন বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কায়দার সবক গ্রহণের ছবি ও তথ্য ব্যাপকভাবে ভাইরাল হয়। কমেন্টের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য শুভ কামনা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fourteen =

Back to top button