ডিআইজি ও এসপি পদমর্যাদার ৫ কর্মকর্তাকে রদবদল
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই পুলিশ কর্মকর্তাদের রদবদল করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে উপপুলিশ মহাপরিদর্শক সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমানকে সরকারি পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে। পুলিশ অধিদফতরের মো. হারুন-অর-রশিদকে উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামানকে পুলিশ সুপার মেহেরপুরে বদলি করা হয়েছে। পুলিশ সুপার মেহেরপুর এসএম মুরাদ আলীকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।