নগরজীবন

ডিএনসিসির মশক নিধন কার্যক্রম শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কভিড ও নন-কভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্স ও চিকিৎসাসেবার সঙ্গে নিয়োজিত অন্যদের ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রোধকল্পে দ্বিতীয় ধাপে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রমের শুরু করেছে ডিএনসিসি।

প্রথম দিনে আজ শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঢাকা উত্তরের মোট ৩০টি হাসপাতালে ডিএনসিসি কর্তৃক মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

হাসপাতালগুলো হচ্ছে-উত্তরা অঞ্চল-১ অধীন উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জাহানারা ক্লিনিক এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। মিরপুর অঞ্চল-২-এর অধীন ইসলামী ব্যাংক হাসপাতাল, ওজিএসএইচ হাসপাতাল এবং ডা. আজমল হাসপাতাল। 

মহাখালী অঞ্চল-৩-এর অধীন এনআইডিসিএইচ (বক্ষব্যাধি হাসপাতাল), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, লেপ্রোজি হাসপাতাল, ডিজি হেলথ অফিস, আইসিডিডিআর’বি এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণ হাসপাতাল। মিরপুর অঞ্চল-৪-এর অধীন নগর মাতৃসদন, ফুয়াদ আল খতিব হাসপাতাল কল্যাণপুর এবং সালাউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

কারওয়ান বাজার অঞ্চল-৫-এর অধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, প্রবীণ হাসপাতাল পশ্চিম আগারগাঁও এবং মিলেনিয়াম হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতাল লালমাটিয়া।

অঞ্চল-৬-এর অধীন শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আল আশরাফ জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, শিন শিন জাপান হাসপাতাল এবং লেক ভিউ সুপার হাসপাতাল।

অঞ্চল-৭-এর অধীন হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, কেসি হাসপাতাল, পারিবারিক ক্লিনিক, রোজা মেডিক্যাল, এআর হাসপাতাল এবং আর্ক হাসপাতাল।

সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে। ইতিমধ্যে ডিএনসিসি কর্তৃক বিভিন্ন হাসপাতালের আঙিনায় এবং আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। ঢাকা উত্তরের হাসপাতালগুলোতে আগামীকালও এই মশক নিধন কার্যক্রম চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 6 =

Back to top button