ডিএসসিসির কর্মকর্তার মৃত্যু করোনায়
অসুস্থ হয়ে মারা যাওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষা করার পর সরকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানায়।
শনিবার সন্ধ্যায় ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তম কুমার জানান, খন্দকার মিল্লাতুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আইইডিসিআর আমাদেরকে নিশ্চিত করেছে।
খন্দকার মিল্লাতুল ইসলাম ডিএসসিসির মেয়রের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক হিসেবে (চুক্তিভিত্তিক) দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেদিনই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসময় তার মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর শনিবার রিপোর্ট এলে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন।