Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা

ডেঙ্গু আক্রান্ত ২৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত জুন এবং জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়। এই ২৫ জনের মধ্যে রাজধানী ঢাকায় ২১ জন, চট্টগ্রাম বিভাগে দুজন, রাজশাহী বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়।

আজ সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দুই মাসে ডেঙ্গুতে মৃত সন্দেহে ২৫ জনের তথ্য পর্যালোচনার স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআরে পাঠানো হয়। পর্যালোচনা শেষে ২৫ জনের ডেঙ্গুতে মৃত্যু আজ নিশ্চিত করা হয়।

এর মাঝে রাজধানীতে ঢাকা শিশু হাসপাতালে পাঁচজন, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চারজন, স্কয়ার হাসপাতালে ছয়জন, গ্রিনলাইফ হাসপাতাল একজন, ইউনাইটেড হাসপাতালে দুজন এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯৯ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ২২ জন ভর্তি হন।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =

Back to top button