ডোনাল্ড ট্রাম্পের কাছে বিষ মাখানো চিঠি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক মারাত্মক বিষাক্ত পদার্থের উপস্থিতি মিলেছে।
হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানো যে কোনও চিঠি পরীক্ষা নিরীক্ষার একটি আলাদা কার্যালয় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানেই বিষয়টি ধরা পড়েছে। খামের ভেতরে চিঠিতে রাইসিন নামক একটি মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল।
সেই খাম পরীক্ষা করে রাইসিন বিষের অস্তিত্ব পাওয়ায় নিরাপত্তা রক্ষীরা চিঠিটি হোয়াইট হাউজে যাওয়ার আগেই আটকে দেয়৷
রাইসিন এমন একটি বিষ, যার সংস্পর্শে আসা মাত্র মানুষকে সংক্রমিত করে। তৈরি করে মৃত্যু ঝুঁকি।
রাইসিন কোনোভাবে খেয়ে ফেললে, নিশ্বাসের সঙ্গে অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা, শরীরের ভেতরে রক্তক্ষরণ ও বমি শুরু হয়। এরপর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে। কতটুকু পরিমাণ রাইসিন শরীরে প্রবেশ করেছে, তার ওপর নির্ভর করে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে। রাইসিনের বিষক্রিয়া প্রতিরোধে এখন পর্যন্ত কোনো প্রতিষেধক নেই।
এদিকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এমন চিঠির ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই চিঠি কোথা থেকে পাঠানো হয়েছে, তা তদন্ত করে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।