ডোপ টেস্টে পজিটিভ ২৬পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছে : ডিএমপি কমিশনার
মাদকে আসক্ত সন্দেহভাজন ২৬ জন পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলাম । এবং এই ২৬ জনকে চাকরিচ্যুত করার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান কমিশনার শফিকুল ।
তিনি আজ শনিবার সকালে ঢাকায় মিরপুরে অবস্থিত ডিএমপির নতুন ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিরা আর এরকম করার সাহস দেখাবেনা এবং তারা বুজতে পারবে যে আমরা কাউকে ছাড় দিবো না। আমাদের এই উদ্যোগের ফলে অনেকে এই রাস্তা থেকে ফিরেও এসেছে।
তিনি আরও বলেন, একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে , পুলিশ সদস্য যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কোনরকম শিথিলতা দেখানোর সুযোগ নেই ।