ঢাকার পথে উড়ছে ‘অচিন পাখি’, নামবে সন্ধ্যায়
যুক্তরাষ্ট্র থেকে ঢাকার পথে উড়াল দিয়েছে নতুন ড্রিমলাইনার উড়োজাহাজ ‘অচিন পাখি’। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে যুক্ত হবে।
‘অচিন পাখি’ প্রায় ১৬ ঘণ্টা আকাশে উড়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উড়োজাহাজটি রওনা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানবীর আহমেদ জানান, গত ২০ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। অত্যাধুনিক এ উড়োজাহাজে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনোমি ক্লাস ও ২৪৭টি ইকোনোমি ক্লাসসহ ২৯৮টি আসন রয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ নতুন ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করেন। চতুর্থ বোয়িং ৭৮৭/৮ ড্রিমলাইনারটি গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয়। এটি জাতীয় পতাকাবাহী ১৬তম উড়োজাহাজ ছিল।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনারগুলোর নাম রাখেন।