ঢাকার প্রায় অর্ধেক মানুষের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে
ঢাকা শহরের ৪৫ শতাংশ মানুষের শরীরে করোনার এন্টিবডি তৈরি হয়েছে। আক্রান্তদের ৮২ ভাগেরই কোন লক্ষণ ছিল না। অর্থাৎ, বেশিরভাগ মানুষের অজান্তেই তাদের শরীরে এন্টিবডি উৎপাদিত হয়েছে।
সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আইসিডিডিআরবি’র এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
এপ্রিল থেকে জুলাই দেশের ৩১টি জেলায় ১২ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় এন্টিবডি তৈরি হয়েছে বলে জানানো হয়। প্রতি জেলায় একটি বস্তি এবং শহরের মানুষ যাদের করোনার রোগ উপসর্গ ছিল এবং যাদের উপসর্গ ছিল না তাদের এন্টিবডি পরীক্ষা করা হয়। ঢাকা শহরের ২৫টি ওয়ার্ডে সেরো সার্ভিলেন্স চালানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে ৮ মার্চ প্রথম শনাক্ত হলেও বাংলাদেশে মূলত ফেব্রুয়ারি মাসেই করোনা সংক্রমণ ঘটেছিল।
গবেষকরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে ও টিকা দেয়ার ক্ষেত্রে এসব তথ্য কাজে লাগবে।