ঢাকাসহ ৩ জেলায় পোশাক কারখানা চালুর সিদ্ধান্ত
স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলার শর্তে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় পোশাক কারখানাগুলোকে চালু করার অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রবিবার (৩রা মে) বেলা ১২টায়, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একথা জানায় আইইডিসিআর।
পরে ব্রিফিং এ জানানো হয়, নির্দেশিকা মেনে চলার শর্তে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় পোশাক কারখানাগুলোকে চালু করার অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে কর্মরত অবস্থায় কেউ করোনা সংক্রমিত হলে তাদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পোশাক শ্রমিকদের আনা নেওয়ার জন্য গার্মেন্টস কর্তৃপক্ষ নিজেরাই ব্যবস্থা করতে নির্দেশনা দেয়া হয়েছে বল জানান স্বাস্থ্যমন্ত্রী।
প্রতিটি কারখানায় একটি করে মেডিক্যাল টিম গঠন করে তাদেরকে জাতীয় কমিটির কাছে রিপোর্ট করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ আক্রান্ত হয় তার উপর বিবেচনা করে জাতীয় কমিটি ব্যবস্থা নেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।