ঢাকায় শপিংমলের ছাদে হচ্ছে করোনা হাসপাতাল
রাজধানীর একটি শপিংমলের ছাদে করোনায় আক্রান্ত চিকিৎসক ও নার্সদের জন্য ২৫০ শয্যার একটি হাসপাতাল তৈরি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের আহ্বায়ক ড. হাবিবুর রহমান খান।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এ কথা জানান তিনি।
এছাড়াও আগামী ৩-৪ দিনের মধ্যে প্রস্তুত হবে বসুন্ধরা কনভেনশন সেন্টারে নির্বিতব্য কোভিড হাসপাতাল।
এসময় তিনি আরো বলেন, ৯টি হাসপাতাল করোনা আক্রান্তদের জন্য চিকিৎসা দানে প্রস্তুত রয়েছে। এছাড়া রোগীর সংখ্যা বাড়লেও বেডের অভাব হবে না।
তিনি আরো বলেন, কর্ম কমিশনে অপেক্ষমাণ ২০০০ ডাক্তারকে নন ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হবে। অনুমতি মিলেছে।
কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে অভিযোগের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড হাসপাতালগুলোর চিকিৎসক, নার্সদের রোগীদের কাছে গিয়ে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার অনুরোধ করছি।
তিনি জানান, কিট সংকট হবে না ,তবে পরিমাণ বলে কোনো লাভ নেই। ভবিষ্যতে সরকারি সব হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট অন্তর্ভুক্ত রেখে নির্মাণ ও সংস্কার করা হবে।