আইন ও বিচারকরোনাভাইরাস
ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত
হাসপাতালে বন্দিদের পাহারায় থাকা ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে কেরানীগঞ্জের জিনজিরার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সঙ্গে কর্তব্যরত আরও তিন কারারক্ষীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত ওই কারারক্ষী হাসপাতালে থাকা বন্দিদের দায়িত্ব পালন করতেন। আমরা ধারণা করছি হাসপাতাল থেকেই তিনি আক্রান্ত হয়েছেন। তার সঙ্গে দায়িত্ব পালন করা আরও তিনজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তার উপসর্গ দেখা দেওয়ার পরই টেস্ট করানো হয়েছে। আমরা বিষয়টি মঙ্গলবার নিশ্চিত হয়েছি।