ঢাকা সিটি নির্বাচনে বিজয়ীর নাম বলে দিলেন আসিফ নজরুল!
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কে জিতবে- সে বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার সকালে নিজের অ্যাকাউন্ট দেয়া ওই স্ট্যাটাসে ফলোয়ারদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি লেখেন, ‘মেয়র নির্বাচনে জিতবে কে?’
এরপর ঢাবির এই অধ্যাপক নিজেই জবাব দিয়ে লেখেন, ‘জিতবে ইভিএম’।
প্রসঙ্গত গত ২২ ডিসেম্বর ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছিল ইসি।
ওই দিন দেশব্যাপী উদযাপিত হবে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। ফলে পূজার দিনে ভোটগ্রহণ পেছানোর দাবি উঠে। কিন্তু ইসি তাদের সিদ্ধান্তে অনড় থেকে যায়।
পরে এই নির্বাচন পেছানোর দাবিতে একাট্টা হন সাধারণ শিক্ষার্থী, আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
এ প্রেক্ষিতে ঢাকার এই দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারি ঘোষণা করে ইসি।